
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমীতে বুধবার বইমেলা-২০১৪ শুরু হয়েছে। এই বইমেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত।
এ উপলক্ষে বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা। বিকেল ৪টায় পুরস্কার বিতরণী, সন্ধ্যা ৬ট ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৭টা ৩০ মিনিটে শিশুতোষ চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শুরু হবে।