লুজারের শীর্ষে ইউনাইটেড লিজিং

United Leasing

United Leasingবুধবার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লুজার তালিকার শীর্ষে রয়েছে ব্যাংক বহিভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড লিজিং। কোম্পানিটি এদিন ৩ টাকা বা ১০ দশমিক ৭৫ শতাংশ দর কমে লুজারে নেমে আসে।

এদিন কোম্পানির দুই লাখ ৭৫ হাজার ৬০০ শেয়ার মাত্র ৩৩৪ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩৫৫ কোটি ৭৫ লাখ টাকা।

উল্লেখ্য কোম্পানিটি গত ১ মাস ধরেই শেয়ার দর কমছে। তবে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণার পরেও কোম্পানিটির শেয়ার দর কমেছে।

এছাড়া লুজারের দ্বিতীয় স্থানে থাকা সিনোবাংলার শেয়ার দর কমেছে ৩ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ডের ৬ টাকা বা ৯ দশমিক ৩৮ শতাংশ, অ্যাপেক্স স্পিনিংয়ের ৭ টাকা বা ৬ দশমিক ৮৩ শতাংশ, ন্যাশনাল হাউজিং ২ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৬৭ শতাংশ, রহিমা ফুড  পয়সা বা ২ দশমিক ৮ শতাংশ বা ৫ দশমিক দুই শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১ টাকা বা ৫ দশমিক ৩৮ শতাংশ, শমরিতা হসপিটালের ৭ টাকা বা ৬ দশমিক ৯১ শতাংশ, ফাইন ফুডসের ৯০ পয়সা বা ৪ দশমিক ৩৯ শতাংশ এবং লিবরা ইনফিউশনের ৯ টাকা বা ১ দশমিক ৯০ শতাংশ শেয়ার দর কমেছে।

অর্থসূচক/এসএ/ এমআরবি/