
মাদারীপুরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মঙ্গলবার রাতে শেষ হল দুই দিন ব্যাপী শিশুমেলা।
মেলায় শিশু ও নারী অধিকার, শিশুর যথাযথ বিকাশ, জন্মনিবন্ধন, মা ও শিশুর স্বাস্থ্যপরিচর্যা, শিক্ষা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, পুষ্টি, মাতৃদুগ্ধ সপ্তাহ, শিশু অধিকার সপ্তাহ, শিশু ও নারী পাচার, যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ, স্যানিটেশন ইত্যাদি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও শিশু একাডেমির উদ্যোগে এই শিশুমেলার আয়োজন করা হয়।
মেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার দীপংকর বর ও জেলা বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুনসী ।
এএসএ/সাকি