ভ্রমণে গেলে প্রয়োজনীয় কত কিছুই না সঙ্গে নিতে হয়। তার কোনোটা নিউ মার্কেটে মিলল তো অন্যটির জন্য যেতে হবে গুলশান। ভালো পোর্টেবল একটা তাঁবু দরকার। সেটা হয়তো খুঁজেই পাচ্ছেন না। তাই ঘুরতে ঘুরতে ভ্রমণে বেরোনোর আগেই ক্লান্ত-শ্রান্ত।
তাই ভ্রমণে দরকারি জিনিসপত্রের চাহিদা পূরণের লক্ষ্যেই বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে পূর্ণাঙ্গ ট্রাভেল স্টোর ‘ভ্রমণসঙ্গী’। ঢাকার এলিফ্যান্ট রোডে এখন এক ছাদের তলায়ই মিলছে ভ্রমণে দরকারি সব রকম জিনিসপত্র।
যাঁরা পাহাড়ে ভ্রমণে যান, তাঁদের সবার আগেই চাই ভালো মানের একটি ব্যাকপ্যাক। ভ্রমণসঙ্গীতে মিলবে দেশি-বিদেশি নানা ব্র্যান্ড যেমন_ নর্থফেস, জ্যান্সপোর্ট, কেলটি, অনপোলার, নিকো, ম্যামোত ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ব্যাকপ্যাক। এ ছাড়া রয়েছে নিজস্ব ব্র্যান্ডের ব্যাকপ্যাক অতীশ দীপঙ্কর (এটি)।
যাঁরা ক্যাম্পিং পছন্দ করেন, তাঁদের প্রয়োজন তাঁবুর। এখানে মিলবে একজন থেকে তিন জনের পোর্টেবল তাঁবু। ক্যাম্পিংয়ে গিয়ে গোসল কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য দরকার পোর্টেবল শাওয়ার টেন্ট। আছে স্লিপিং ব্যাগও। পাহাড়ে ভ্রমণে আরেক দরকারি জিনিস হেড ল্যাম্প। ব্লাক ডায়মন্ড, পেটজেল, প্রিন্সটনটেক ছাড়াও চায়নিজ বিভিন্ন ব্র্যান্ডের হেড ল্যাম্প রয়েছে ভ্রমণসঙ্গীতে। যেসব জায়গায় বিদ্যুৎ নেই, সেখানকার জন্য আছে সোলার ল্যাম্প। এ ল্যাম্প দিয়ে আবার সেলফোনও চার্জ করা যাবে। আছে নানা ধরন আর আকারের টর্চ।
ক্যাম্পিং করতে দরকার বহনযোগ্য হালকা চুলা ও রান্নার সরঞ্জাম। মাল্টি ফুয়েল ক্যাম্পিং চুলা ছাড়াও নানা রকম কিচেন সরঞ্জামও রয়েছে। এ ছাড়া রয়েছে ভ্রমণোপযোগী নানা রকম ট্রাউজার, শর্টস, হাফপ্যান্ট, রোদ টুপি, জ্যাকেট, হাত মোজা, টি-শার্ট ইত্যাদি। ভ্রমণসঙ্গীর অন্যান্য পণ্য তালিকায় রয়েছে বর্ষাতি, পঞ্চ, ছাতা, ক্যাম্পিং চেয়ার, হ্যামক, মাল্টি টুলস, আইস বং, ইনফ্লেটেবল পিলো (বাতাস বালিশ), নেক পিলো, ড্রাই ব্যাগ, ট্রেকিং স্যান্ডেল, জঙ্গল বুট, ওয়াকিং স্টিক ভ্রমণ বিষয়ক বইপত্র, ভ্রমণ গাইড, মানচিত্র ইত্যাদি। এ ছাড়া ভ্রমণসঙ্গীর আয়োজনে নিয়মিত যোগ হচ্ছে নতুন বিভিন্ন ধরনের ভ্রমণসামগ্রী।
দরদাম
ব্যাকপ্যাক ৬০০-১৩০০০ টাকা, হাইড্রেশন প্যাক ১৭০০-৬০০০ টাকা, তাঁবু ১৮০০-৬৫০০ টাকা, পোর্টেবল শাওয়ার টেন্ট ২৫০০ টাকা, স্লিপিং ব্যাগ ৩০০-৩৫০০ টাকা, ড্রাই ব্যাগ ২৫০০-৩৫০০ টাকা, পঞ্চ ৮০০-১২০০ টাকা, ট্রেকিং স্যান্ডেল ৭০০-৪৫০০ টাকা, লাইফ জ্যাকেট ৫০০-১২০০ টাকা, মাল্টি টুলস ২৫০-১০৫০০ টাকা, হেড ল্যাম্প ১২৫০-৫০০০ টাকা, টর্চ ২০০-৩৫০০ টাকা, ক্যাম্পিং সোলার ল্যাম্প ১৭০০ টাকা, ক্যাম্পিং চুলা ১০,০০০-১২,০০০ টাকা, ওয়াটার বোতল ২৫০-৫৫০ টাকা, ওয়াটার ফ্লাস্ক ৪৫০-১০০০ টাকা, কেব্ল্ লক ২০০-২৫০ টাকা, কম্বিনেশন লক ২০০-৩৫০ টাকা, হ্যামক ৯০০ টাকা, ইনফ্লেটেবল পিলো ২৫০ টাকা, নেক পিলো ১২০০ টাকা, বাইনোকুলার ২০০০-৪০০০ টাকা, ক্যারাবিনার ১৫০-৫০০ টাকা, ক্যাম্পিং চেয়ার ৪৭৫-৬৭৫ টাকা, পিকনিক বাস্কেট ৪৫০ টাকা।
ঠিকানা : ভ্রমণসঙ্গী, বেইজমেন্ট-৬১, কনকর্ড এম্পোরিয়াম, ২৫৩, ৫৪ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা-১২০১। মোবাইল : ০১৭১১৩১৮৯১৩, ৯৬৬৭৯৫৯