
বিশ্ব বই পড়া দিবস উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল ও ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (ডেন) এর যৌথ উদ্যোগে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে বই পড়া প্রতিযোগিতা।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রিটিশ কাউন্সিলের রিসোর্স সেন্টার ম্যানেজার এম এস সারওয়াত মাসুদ রেজা এই ঘোষণা দেন।
মাসুদ রেজা বলেন, ইংরেজীতে বাংলাদেশের শিশু-কিশোররা দুর্বল। অনেকে ইংরেজী শেখাকে ভয় পায়। তাই শিশু কিশোরসহ সব বয়সীদের ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও পড়ায় উৎসাহ প্রদানের লক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিযোগিতায় প্রত্যেকে একটি করে ব্রিটিশ কাউন্সিলের বই পড়তে দেওয়া হবে। পড়া শেষে একটি মূল্যায়ন পরীক্ষায় অংশ নিবে। এদেরকে কয়েকটি দলে ভাগ করা হবে। এর মধ্যে প্রত্যেক দলের শীষস্থান অর্জনকারীকের একটি করে ল্যাপটপ দেওয়া হবে।
১ এপ্রিল ২০১৪ থেকে প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হবে। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের সুযোগ এই ওয়েব সাইটে
www.readingbd.org পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জবসবিডি’র প্রধান অফিসার কে এম হাসান রিপন, ড্যাফোডিল এডুকেশন নেটওয়াকের্র পরিচালক নুরুজ্জামান, দীপ্তি’র পরিচালক রথিন্দ্রনাথ প্রমুখ।
জেইউ/সাকি