বাদোদারা থেকে লড়বেন মোদী, ভুপাল থেকে আদভানি

  • sahin rahman
  • March 19, 2014
  • Comments Off on বাদোদারা থেকে লড়বেন মোদী, ভুপাল থেকে আদভানি

modi-advaniআসন্ন নির্বাচনে গুজরাটের বাদোদারা থেকে লড়বেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। অন্যদিকে আদভানি লড়বেন ভুপাল থেকে। বুধবার বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর ইকোনমিক টাইমসের ।

এদিকে আজ বুধবার লোকসভা নির্বাচনে প্রার্থীদের আরেকটি তালিকা ব্যাপারে কথা বলবেন বলে জানিয়েছে বিজেপি।

সূত্রটি জানায়, মোদী যখন আদভানিকে বাদোদারা আসন থেকে লড়ার জন্য পছন্দ করেছিলেন তখন গান্ধীনগর থেকে লোকসভা আসনে লড়তে চাননি তিনি। কিন্ত শেষ পর্যন্ত বিজেপির নির্বাচন কমিটি আদভানিকে ভুপাল থেকে লড়ার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই দলের চারটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। চতুর্থ তালিকায় প্রকাশিত হয়েছে দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী ও অন্যান্য বহু শীর্ষ নেতাদের নাম। মোদী- যোশী সংঘাতের অবসানে অবশেষে মোদী লড়ছেন বিতর্কিত বারানসি কেন্দ্র থেকে। কিন্তু মোদীর দ্বিতীয় আসনকে ঘিরে ধোঁয়াশা  কাটছিল না। গুজরাটের কোনো একটি আসন থেকে নির্বাচনী যুদ্ধে শামিল হোক মোদী, এমনটাই কথা উঠেছিল দলের অভ্যন্তরে।

শেষ পর্যন্ত  গুজরাটের বাদোদারা থেকে লড়ার সিদ্ধান্ত জানায় বিজেপি। অন্যদিকে  বিজেপির প্রবীণ নেতা লাল কৃষ্ণ আদভানিকে ভুপাল থেকে লড়ার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়।

অবশ্য বিজেপি আসন্ন নির্বাচনে ২০১ জন প্রার্থীদের নাম ঘোষণা করেছে । আজ বুধবার মিটিংয়ে আরও ১০০ জনের নাম  প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিটি।

এস রহমান/এআর