
পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মালবাহী ট্রেনের একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর আখাউড়া রেলজংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফলে পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
কেএফ