দিনাজপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে এক ব্যক্তির ১২ বছর সশ্রম কারাদণ্ড

অস্ত্র
অস্ত্র
ফাইল ফটো

অবৈধ অস্ত্র রাখার দায়ে দিনাজপুরের জেলা ও দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক বিদ্যুৎ পালিত নামে এক জনকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক দীপ্রমাণ সরকার এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তির নাম শ্রী বিদ্যুৎ পালিত। সে ফুলবাড়ী উপজেলার কাটাবাড়ী গ্রামের মৃত অসিত পালিতের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২২/৬/১২ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই নাজমুল হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বান্নাচন্দ্র শেখর গ্রামের নির্মল মহস্তের বাড়ি থেকে আসামি বিদ্যুৎ পালিতকে আটক করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। পরে তার দেওয়া তথ্য মতে ফুলবাড়ী থানার সুজাপুর গ্রামের জনৈকা মিনারা বেগমের টয়লেটের ভিতর থেকে সুইপারের মাধ্যমে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় অস্ত্র আইনে আসামি বিদ্যুৎ পালিতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

থানা পুলিশ মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ বিচারক মামলার স্বাক্ষ্য প্রমাণ ও শেষে অভিযোগ প্রমাণীত হওয়ায় উক্ত রায় প্রদান করেন। সরকার পক্ষে মামলার পরিচালনা করেন পিপি অ্যাড. মো. হামিদুল ইসলাম।

আরকে/সাকি