টেকনাফে ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ, আহত ৫

  • Emad Buppy
  • March 19, 2014
  • Comments Off on টেকনাফে ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ, আহত ৫
cox's bazar

cox's bazarকক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ইয়াবা ব্যবসায়ী ও পুলিশের মধ্য বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ৯টায় শাহপরীর দ্বীপ সড়কের সাবরাং হারিয়াখালী এলাকায় বন্দুকযদ্ধের ঘটনা ঘটে। এ সময় ৪ পুলিশসহ আহত হয়েছে ৫ জন।

আহতরা হলেন- এসআই কামরুল আজম, এসআই  মাসুদ, কনস্টেবল বোরহান, কনস্টেবল আমাল উল্লাহ, ইয়াবা ব্যবসায়ী শাহজাহান।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ-শাহপরীর দ্বীপর সড়ক পথে পুলিশ অভিযান চালায়। ওই সড়কের সাবরাং হারিয়াখালী এলাকায় ইয়াবা পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা জবাব দেয়। গোলাগুলির এক পর্যায়ে ৫ জন আহত হয়। আহতদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশিয় এলজি, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

কেএফ