ঝিনাইদহে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

  • Emad Buppy
  • March 19, 2014
  • Comments Off on ঝিনাইদহে জেলা বিএনপির সংবাদ সম্মেলন
jhinaidoho

jhinaidohoঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় বাঁধা, কর্মী সমর্থকদের মারপিট ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

আজ বুধবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত হয় এই সংবাদ সম্মেলন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন স্থানে তার প্রচার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনকে প্রভাবিত করার জন্য ঝিনাইদহ পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন।তার সমর্থক উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সফিউদ্দীন ও ভবিতপুর গ্রামের শরিফুলকে পিটিয়েছে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন।

জোড়াদাহ গ্রামে ডা: ফজলুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মামলা না থাকা সত্ত্বেও কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এখন বিএনপি সমর্থকরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

এসব বিষয়ে জেলা রিটার্নিং অফিসারসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএফ