ঝিনাইদহে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • Emad Buppy
  • March 19, 2014
  • Comments Off on ঝিনাইদহে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
jhinaidoho

jhinaidohoঝিনাইদহের মহেশপুরে মাসুম হোসেন (২০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বজরাপুর গ্রামের  এক সেগুন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাসস্ট্যাণ্ড পাড়ার আব্দুল কাদেরের ছেলে।

মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, সকাল ১১টার দিকে বজরাপুর গ্রামে বারোমাসী ব্রিজের পাশে একটি সেগুন বাগানে এক যুবকের গুলিবিদ্ধ লাশ দেখে এলাকাবাসী।পরে পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাসুমের বিরুদ্ধে কোটচাঁদপুর ও মহেশপুর থানায় ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

মহেশপুর থানার এসআই রইচউদ্দীন জানান, নিহত মাসুমের মাথায়, গলায় ও বুকে তিনটি গুলির চিহ্ন রয়েছে। মৃতদেহের পাশে দুইটি গুলি ও একটি ছুরি পাওয়া গেছে।

ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে দুর্বৃত্তরা মাসুমকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি।

এদিকে নিহতের চাচা মজিব আহমেদ জানান, কয়েকমাস আগে জেল থেকে বেরিয়ে মাসুদ নানাবাড়ি চুয়াডাঙ্গার জীবননগরের আন্দুলবাড়িয়া গ্রামে থাকতো। সেখান থেকে মঙ্গলবার রাতে পুলিশ পরিচয়ে মাসুমকে ধরে নিয়ে যাওয়া হয়।

কেএফ