কুকুরের দাম ১৩ কোটি টাকা!

most expensive dog

most expensive dogকুকুরের খরচে পরিবার চালানো যায় এমন রঙ্গের ছড়াছড়ি আছে বাংলা সাহিত্যে। সম্প্রতি পোষা প্রাণী নিয়ে ব্যঙ্গ করাকে নতুন মাত্রা দিয়েছেন এক চাইনিজ ভদ্রলোক। তার দাবি, এ যাবৎকালের সবচেয়ে বেশি দামে কুকুর বিক্রি করেছেন তিনি এবং তাও বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকার সমান। খবর ডেইলি মেইলের।

ভদ্রলোকের নাম ঝেং গেংয়ুন। চীনের ঝেনজিয়াং প্রদেশের এই বাসিন্দা পেশায় এক পশু বিক্রেতা।

সম্প্রতি তিনি জানান, ১২ লাখ ইউরোর বিনিময়ে দুর্লভ প্রজাতির এক তিব্বতি কুকুর বিক্রি করেছেন তিনি।

এই তিব্বতি কুকুরের লোম এবং গঠনের কারণে স্বাভাবিকভাবেই একটু বেশি দামী। তবে চীনের স্থানীয় গণমাধ্যমগুলোর ধারণা, অন্যগুলোর দাম বাড়াতে এই দামটা বাড়িয়েই বলছেন ঝেং। তাছাড়া কুকুরগুলোকে কিনে নিয়ে প্রথমবার গোসল করানোর পর অর্ধেক লোমই খসে পড়ার অসংখ্যা ঘটনা রয়েছে। তাই কেউ এত দামী ধোঁকা খেতে রাজি হবেন এমনটি অবিশ্বাস্য ঠেকছে অনেকের কাছে।

অবশ্য, ঝেংয়ের তথ্য সত্য হলে এটি হবে পৃথিবীতে সবচেয়ে বেশি দামে কুকুর বিক্রির ঘটনা। এর আগে সবচেয়ে বেশি দামে কুকুর বিক্রির রেকর্ডটি ছিল ৯ লাখ ৭১ হাজার ইউরোর।