
কানাডার অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন জিম ফ্লাহেরটি। মন্দাকালীন সময়ে ধসে পড়া থকে দেশটির অর্থনীতিকে শক্ত হাতে ধরে রাখার জন্য তিনি বিশ্বজুড়ে বেশ পরিচিতি লাভ ছিলেন। খবর বিবিসির।
মঙ্গলবার এক বিবৃতিতে ফ্লাহেরটি জানান, পরিবারের সাথে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি এটাই উপযুক্ত সময়।
তিনি বলেন, আমি যা করেছি তার জন্য আমি গর্বিত।
তিনি জানান, সরে দাঁড়ানোর পেছনে স্বাস্থ্যজনিত কিংবা রাজনীতি সম্পর্কিত কোন কারণ নেই। সরকারি দায়িত্বে থেকে অব্যাহতি নিলেও বেসরকারি খাতে নিজের কাজকর্ম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ফ্লাহেরটি।
দায়িত্ব নেয়ার পর থেকে এই পর্যন্ত তিনি দেশটির নয়টি বাজেট ঘোষণা করছেন। বিশ্বমন্দা কালীন সময়ে তার সাহসী পদক্ষেপের কারণে খাদের কিনারা থেকে ফিরে আসে কানাডার অর্থনীতি। এসময়ে দেশটির তারল্য সংকট এবং বাজেট ঘাটতি মোকাবেলায় তার উদ্যোগ এতটাই সফল ছিল যে অন্যান্য দেশের অর্থমন্ত্রীরাও তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন।