
ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এমারেল্ড অয়েল কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৬ পয়সা। কোম্পানির অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়।
আলোচিত প্রান্তিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৩০ লাখ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ কোটি ৬৭ লাখ টাকা।
এই ছয় মাসের শেয়ার প্রতি আয় বা ইপিএস হিসাব করা হয়েছে প্রাথমিক গণ প্রস্তাব বা আইপিওর আগে ২০১২ এবং ২০১৩ সালের ২ কোটি ৭০ লাখ শেয়ারের ওপর। আর এই ইপিএস আইপিওর পরের ৪ কোটি ৭০ লাখ শেয়ারের ওপর হিসাব করলে ৭০ পয়সা হবে। আর শেয়ার প্রতি সম্পদমূল্য বা এনএভি হবে ১৩ টাকা ০৪ পয়সা।
গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় হয়েছে ৭৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২ কোটি ৪১ লাখ টাকা এবং ইপিএস ৯০ পয়সা।
এই তিন মাসের শেয়ার প্রতি আয় বা ইপিএস হিসাব করা হয়েছে প্রাথমিক গণ প্রস্তাব বা আইপিওর আগে ২০১২ এবং ২০১৩ সালের ২ কোটি ৭০ লাখ শেয়ারের ওপর। আর এই ইপিএস আইপিওর পরের ৪ কোটি ৭০ লাখ শেয়ারের ওপর হিসাব করলে ৪২ পয়সা হবে।
অর্থসূচক/এমআরবি/