এক ঘণ্টায় লেনদেন ৮৪ কোটি টাকা

dse

dseঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের এক ঘণ্টা শেষ হয়েছে। এক ঘণ্টা শেষে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৩৩ লাখ টাকা। এসময় পর্যন্ত সব ধরণের মূল্য সূচক কমেছে ডিএসইতে।

বুধবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬২৭ পয়েন্টে।

এসময়ে লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৬ পয়েন্টে। লেনদেন হয়েছে ১১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৩টির কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

অর্থসূচক/এমআরবি/