
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১ম রাউন্ডের ৭ম জিম্বাবুয়ের সাথে খেলবে নেদারল্যান্ড।
সিলেটে ৩টা ৩০ মিনিটে এ খেলা টি শুরু হবে।
আজকের ম্যাচের দলঃ
জিম্বাবুয়েঃ টেইলর, চাটারা, চিগুম্বারা, কামুনগোজি, মারুমা, মাসাকাদজা, মুশাংগু,পানয়াঙ্গারা, সিবান্ডা, রেজা,উটসেয়া,ভিটোরি, ওয়ালার এবং উইলিয়ামস।
নেদারল্যান্ডঃ বোরেন, ব্যারেসিট, বুখহারি, বিএন কোপার, টিএলডব্লিউ কোপার, হেজেলম্যান, জামিল, কিংমা, ম্যায়ব্রুগ, রীপন, শীলার, সোয়ার্ট,সোরযেস্কি, ভান বীক, গুগটেন।
এইচকেবি/