
অবৈধ সম্পদ অনুসন্ধানে সাবেক সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও তার স্ত্রী সৈয়দা হাসিনা বেগমের সম্পদ বিবরনী জমা দেওয়া নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের উপ পরিচালক মো. নাসির উদ্দিন এ নোটিশ পাঠান।
দুদক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুদক ডাক যোগে এ নোটিশ পাঠায়। সাত কার্যদিবসের মধ্যে সম্পদের হিসেব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাদেরকে।
এর আগে, গত ২৭ ফেব্রুয়ারী অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক আব্দুল মান্নান খানকে জিজ্ঞাসাবাদ করে। আব্দুল মান্নান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দুদক সূত্র জানায়, ঢাকা ১ আসনের সাবেক সাংসদ ও মহানগর আওয়ামীলীগের প্রভাবশালী নেতা এডভোকেট আব্দুল মান্নান। তিনি বিগত মহাজোট সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী থাকাবস্থায় বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। পাঁচ বছর আগে তার সাকুল্যে ১০ লাখ ৩৩ হাজার টাকার সম্পত্তি ছিল। গত পাঁচ বছরের ব্যবধানে সেটা হয়েছে ১১ কোটি তিন লাখ টাকা। আগে তার বার্ষিক আয় ছিল তিন লাখ ৮৫ হাজার টাকা। সেই আয় বেড়ে দাঁড়িয়েছে বছরে তিন কোটি ২৮ লাখ টাকায়। পাঁচ বছরের মন্ত্রিত্বকালে তার সম্পত্তি ১০৭ গুণ বেড়েছে।
এছাড়াও তার অপ্রদর্শিত অনেক সম্পত্তিও রয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।
এই্উ নয়ন