
আবারও রেমিটেন্স (প্রবাসি আয়) প্রবাহ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দুই সপ্তাহের তুলনায় মার্চের প্রথম দুই সপ্তাহে প্রায় ৩০ শতাংশ বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসিরা। মার্চের প্রথম ১৪ দিনে ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা মোট রেমিটেন্স পাঠিয়েছেন ৬৬ কোটি ২২ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে প্রবাসিরা মোট রেমিটেন্স পাঠিয়েছিল ৫০ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার। আর মার্চের প্রথম ১৪ দিনে রেমিটেন্স এসেছে ৬৬ কোটি ২২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ বৃদ্ধির হার ২৯ দশমিক ৯০ শতাংশ।
এর মধ্যে মার্চের প্রথম সপ্তাহে (১ থেকে ৭ মার্চ) এসেছে ৩০ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার এবং দ্বিতীয় সপ্তাহে (৮ থেকে ১৪ মার্চ) এসেছে ৩৫ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার।
তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে প্রবাসি বাংলাদেশিরা রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়েছে ২১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। দুটি বিশেষায়িত ব্যাংকের (কৃষি ও বেসিক ব্যাংক) মাধ্যমে ৮২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ৩০টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন ৪৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। বিদেশি ৭টি ব্যাংকের মাধ্যমে ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছে।
প্রবাসীদের কাছ থেকে আসা মোট রেমিটেন্সের মধ্যে এ সময় শুধু বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসেছে ১৭ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, চলতি ২০১৩-১৪ অর্থবছরে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছেন ১২৩ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার। তার পরের মাস আগস্টে ১০০ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বরে ১০২ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার এবং অক্টোবরে ১২৩ কোটি ৪৭ লাখ ২০ হাজার এবং নভেম্বরে রেমিটেন্স পাঠিয়েছেন ১০৫ কোটি ১১ লাখ মার্কিন ডলার। ডিসেম্বরের ১২১ কোটি ২ লাখ ডলার, জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ১২৬ কোটি ৭ লাখ এবং ফেব্রুয়ারিতে এসেছে ১১৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে, ২০১১-১২ অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ ছিল ১ হাজার ২৮৪ কোটি ডলার। ২০১২-১৩ অর্থবছরে এর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৬ কোটি ডলারে।
প্রসঙ্গত বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে ৮৫ লাখের মতো বাংলাদেশি কর্মরত রয়েছেন।
এসএই/