রাজশাহীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা

  • Emad Buppy
  • March 18, 2014
  • Comments Off on রাজশাহীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা
rajshahi

rajshahiরাজশাহী মহানগরীতে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। ৩ দিনব্যাপী চলবে এই মেলা।

মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী।

রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে মেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রথম দিন থাকছে আলোচনা সভা। সেই সাথে থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদানের কনটেন্ট প্রতিযোগিতা।

মেলার দ্বিতীয় দিন বুধবার সকাল ১১টায় তথ্যপ্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় অনলাইন জন্ম নিবন্ধন ও প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মেলার সমাপনী দিন বৃহস্পতিবার সকাল ১০টায় ফ্রিল্যান্সিং ও আউট সোর্সিংয়ের প্রশিক্ষণ, দুপুরে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনায় মোবাইল ব্যাংকিং কার্যক্রম অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল সাড়ে ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।

কেএফ