
দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৪৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন । নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা নির্বাচিত হয়ে যাবেন।
ইসি সূত্র থেকে জানা যায়, আইন অনুযায়ী প্রতিদ্বন্দ্বী না থাকলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কমিশন একটি তালিকা প্রকাশ করবে। তালিকা প্রকাশের পর সংরক্ষিত আসনের বিজয়ীদের গেজেট প্রকাশ করা হবে।
৯ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে ১১ মার্চ আপীল করলে তা খারিজ হয়ে যায়।
সংরক্ষিত মহিলা আসন আইনের ২৬ ধারা অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থেকে পরবর্তী ২১ দিনের মধ্যে পুনঃতফসিল দিয়ে দুই জন প্রার্থী নির্বাচন করতে হবে কমিশনকে।
তফসিল অনুযায়ী আজকে (১৮ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকাল পাঁচটার পর বৈধ মনোনয়নপত্রধারী প্রার্থীদের তালিকা প্রকাশ করে আগামিকাল গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা।
এইচকেবি/