
ভৈরবে ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। ৭দিনব্যাপী এই কর্মসূচি চলবে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নিবার্হী অফিসার সেলিম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা ফজলুল কবীর, ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম, সহকারী কমিশনার (ভূমি) প্রসান্ত কুমার দাস প্রমুখ।
কেএফ