নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকচতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য চলমান উপজেলা নির্বাচনের চতুর্থ ও পঞ্চম পর্যায়ে আগামি ২৩ ও ৩১ মার্চ নির্বাচনী এলাকার সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করে সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে ব্যাংকিং সেক্টরের নিয়ন্ত্রক এ প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের নির্দেশে বাংলাদেশ ব্যাংক সকল তফসিলি ব্যাংকে এ নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

প্রজ্ঞাপণে বলা হয়েছে, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ২৩ মার্চ রোববার এবং পঞ্চম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ৩১ মার্চ সোমবার। এজন্য চতুর্থ পর্যায়ের নির্বাচনী ৯২টি উপজেলা পরিষদ ও ধামরাই উপজেলা পরিষদ এবং  পঞ্চম পর্যায়ের ৭৪টি উপজেলা পরিষদের নির্বাচনী এলাকায় ওই দিন ব্যাংক বন্ধ থাকবে।

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসএই/