নরসিংদীতে টাকা নিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

norsindi

norsindiনরসিংদীতে ইসলামী ব্যাংকের এক গ্রাহকের নিকট থেকে ৬লাখ ৮৪ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার নিকট থেকে একটি চাপাতিসহ ছিনতাই করা টাকার আংশিক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদী বাজারের গেঞ্জিপট্রি এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ২টার দিকে মমিন মিয়া নামে এক ব্যক্তি শহরের সূতাপট্রি মোড়ের ইসলামী ব্যাংক থেকে ৬ লাখ ৮৪ হাজার টাকা উত্তোলন করে রিক্সাযোগে আরশীনগর এলাকায় যাচ্ছিলেন। রিক্সাটি নরসিংদী বাজারের গেঞ্জিপট্রি এলাকায় পৌঁছলে সুমন, শান্ত ও দিপু মিয়া নামে তিন ছিনতাইকারী মমিন মিয়ার রিক্সার গতিরোধ করে তার নিকট থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মমিন মিয়া রিক্সা থেকে নেমে টাকার ব্যাগসহ দৌড়ে পালিয়ে বাচার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তার চিৎকারে  আশেপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী চাপাতি ও আংশিক টাকাসহ ছিনতাইকারী সুমন মিয়াকে আটক করলেও শান্ত ও দিপু নামে দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত টাকা ও চাপাতি সহ ছিনতাইকারী সুমনকে থানায় নিয়ে যায়।

এআর/সাকি