
মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের গোলাম মাওলার পুকুরে বিষ দিয়ে প্রায় ৩ লাখ টাকার মাছ নিধন করেছে দৃস্কৃতকারীরা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ, স্থানীয় ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা গেছে, সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের গোলাম মাওলার পুকুরে সোমবার রাতে দুস্কৃতকারীরা পুকুরে বিষ ঢেলে দেয়। মঙ্গলবার সকালে মাছ মরে পুকুরে ভেসে উঠে। এতে প্রায় ৩ লাখ টাকার মাছ মরে গেছে বলে জানা গেছে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তরা আইনগত সহায়তা চাইলে অবশ্যই তদন্ত করে বিচার করা হবে।
এএসএ/সাকি