দামুরহুদায় আওয়ামী লীগের ডাকে অর্ধদিবস হরতাল চলছে

chuadanga_map

chuadanga_mapনির্বাচনে কারচুপির প্রতিবাদ ও পুনরায় নির্বাচনের চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আজ মঙ্গলবার আওয়ামী লীগের ডাকে আধা বেলা হরতাল চলছে।

হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে পিকেটিং করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল ১২টার দিকে উপজেলা গেটে পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে। হরতালে চুয়াডাঙ্গায় দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বলেন, কারচুপির মাধ্যমে ভাইস চেয়ারম্যান পদে আবদুল কাদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে।

এদিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান কারচুপির অভিযোগ প্রত্যাখান করেছেন।

এর আগে গতকাল বিকেলে এক সমাবেশে আজ সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত হরতালের ডাক দেয় স্থানীয় আওয়ামী লীগ। গত শনিবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে কৌশলে আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামকে হারানোর অভিযোগে এই হরতালের ডাক দেওয়া হয়। স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থন দিয়েছে এই হরতালে।