ডিসি কার্যালয় ঘেরাও করবে বিএনপি

  • Emad Buppy
  • March 18, 2014
  • Comments Off on ডিসি কার্যালয় ঘেরাও করবে বিএনপি
rizvi_ahmed_bnp

_rizvi_ahmed_bnp_২০ মার্চ দেশব্যাপী জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ঘেরাও ও দলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভি। উপজেলা নির্বাচনে সন্ত্রাসী তাণ্ডব, খুন, সহিংসতা, কেন্দ্র দখল, জাল ভোটসহ নানা অনিয়মের প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

রিজভী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকারের মদদপুষ্ট আওয়ামী ক্যাডাররা উপজেলা নির্বাচনে যে তাণ্ডব চালিয়েছে তার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। জনগণ দেখেছে তারা এই নির্বাচনেও ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইসহ, দলীয় নেতাকর্মীদের ওপর কি পাশবিক হামলা চালিয়েছে।

‘জনগণের প্রতিবাদকে তারা গ্রাহ্যই করতে চায় না’ এমন দাবী করে নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ করে তিনি বলেন, আমরা কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলেও তার অনুমতি দেয় না তারা।

তিনি জানান, সকল অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার এ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

এমআর/কেএফ