ঝিনাইদহে গ্রামীণ ব্যাংক লুট

Jinaidah_map

Jinaidah_mapঝিনাইদহ সদর উপজেলায় বিষয়খালী বাজারে অবস্থিত মহারাজপুর ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে মঙ্গলবার বিকেলে মুখোশধারী ৭/৮ জনের একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নগদ অর্থ, নারী স্টাফদের স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে।

গ্রামীণ ব্যাংকের মহারাজপুর ইউনিয়ন শাখার স্টাফ শারমিন সুলতানা জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে ৭/৮ জনের একদল অস্ত্রধারী দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় তারা আলমিরার চাবি নিয়ে নগদ আট হাজার টাকা ও নারী স্টাফদের স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোন সেট নিয়ে পালিয়ে যায়।

এএনএ/সাকি