জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

ছাত্রলীগ

ছাত্রলীগজগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব এস.এম.সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে মঙ্গলবার  কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশিরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ মার্চ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম.সিরাজুল ইসলাম রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ আলমকে অস্ত্র ঠেকিয়ে টেণ্ডারের কাগজপত্র ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

এমআই/সাকি