
যৌতুকের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্মতত্ত্ব ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেরা আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতনকারী সেই ছাত্রদল নেতা মাসুদ খানকে জেল-হাজাতে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে তিনি মেহেরার দায়ের করা নারী নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করতে গেলে মানিকগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আলী আকবর তার জামিন আবেদন খারিজ করে জেল-হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
মঙ্গলবার বিকালে মুঠোফোনে তার বাবা মো. মেহের আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নারী নির্যাতন মামালায় মাসুদ খান আদালতে জামিন নিতে গেলে বিচারক তার জামিন আবেদন খারিজ করে জেল-হাজতে প্রেরণ করেন।
জানা যায়, বিয়ের পর যৌতুকের দাবিতে মেহেরাকে দফায় দফায় শারীরিক ও মানসিক নির্যাতন করতো তার স্বামী মাসুদ খান, শশুর ও শাশুড়ি। এতে মেহেরা কোন উপায় না দেখে গত বছরের ২২অক্টোবর মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে তার স্বামী,শশুর ও শাশুড়ির নামে মামলা করেন।
আসামিদের মঙ্গলবার আদালতে হাজির হওয়ার জন্য সমন প্রদাণ করে ট্রাইবুনাল। এতে তারা আদালতে জামিন নেওয়ার জন্য হাজির হলে বিচারক মাসুদের জামিন আবেদন খারিজ করে জেল-হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
জানতে চাইলে মেহেরা আক্তার বলেন, তারা আদালতে হাজির হলে বিচারক ওই নেতার (মাসুদ খান) জামিন আবেদন খারিজ করে জেল-হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। তিনি বলেন, আমি সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এএইচ/সাকি