খুলনায় মৌলিক ও প্রায়োগিক পরিসংখ্যান বিষয়ক প্রশিক্ষণ

  • Emad Buppy
  • March 18, 2014
  • Comments Off on খুলনায় মৌলিক ও প্রায়োগিক পরিসংখ্যান বিষয়ক প্রশিক্ষণ
training

trainingখুলনায় পাঁচদিনব্যাপী মৌলিক ও প্রায়োগিক পরিসংখ্যান বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আদম শুমারি ও গৃহগণনা-২০১১ প্রকল্পের আওতায় খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ে চলবে এই প্রশিক্ষণ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব মো. আমিনুল বর চৌধুরী প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যুগ্মসচিব বলেন, জাতীয় জীবনে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। পরিসংখ্যানের বিভিন্ন শুমারি ও জরিপের তথ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেজন্য সরকার পরিসংখ্যানের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। দেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমকে সঠিক পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরতে হবে।

তিনি মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

খুলনা বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম-পরিচালক মো. মীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক পরিচালক সামছুল আলম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সেন্সাস উইং এর পরিচালক জাহিদুল হক সরদার এবং আদম শুমারি ও গৃহগণনা-২০১১ প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মো. আলতাফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা রাখেন যশোর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মিজানুর রহমান।

উল্লেখ্য, ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণে ৩২ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করবে।

কেএফ