
খুলনায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও বিএসটিআই এর আইন না মানায় তাদরকে এই জরিমানা করা হয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত খুলনা মহানগরীর শেরে বাংলা রোড, নিরালা মোড়, বসুপাড়া, জিরো পয়েন্ট এলাকায় এক পরিদর্শনমূলক বাজার অভিযান পরিচালিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সিপিসি স্পেশাল র্যাব-৬ সহযোগিতায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
আদালত জানায়, অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায়, মোড়কের গায়ে উৎপাদন তারিখ ও সবোর্চ্চ খুচরা বিক্রয় মূল্য প্রভৃতি দরকারি তথ্য না লেখায়, খাদ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ,পণ্যমূল্য তালিকা প্রদর্শণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ৪২ ও ৪৩ ধারায় এ জরিমানা আদায় করা হয়।
জমজম আইসক্রিমকে জরিমানা করা হয়েছে ১০,০০০ টাকা, নিউ পিপাসা আইসক্রিমকে ৩,০০০ টাকা, সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ১,০০০ টাকা, হাবিব ফার্মেসিকে ৫০০গ টাকা, কামরুল হোটেল ১০,০০০টাকা, সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ৫,০০০ টাকা, চুকনগর হোটেল ৩০০০ টাকা, আল ফারাহ হোটেলকে ৫০০০ টাকাসহ সর্বমোট ৪২,০০০ টাকা।
জরিমানার ওই অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করেছে।
অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
এই অভিযানে র্যাব-৬, খুলনা, কেএমপি, পরিবেশ অধিদপ্তর, জেলা বাজার কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর ও ক্যাব এর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ব্যবসায়ী নেতারা সহায়তা করেন।
কেএফ