ইউরোজোন বেইল আউটের বৈধতা দিল জার্মান আদালত

  • syed baker
  • March 18, 2014
  • Comments Off on ইউরোজোন বেইল আউটের বৈধতা দিল জার্মান আদালত
german court

german courtইউরোজোন বেইল আউট কার্যক্রমকে বৈধ ঘোষণা করেছে জার্মানির সাংবিধানিক আদালত। প্রায় দুই বছর ব্যাপী শুনানি শেষে মঙ্গলবার জার্মান আদালত ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজমের (ইএসএম) এই কার্যক্রমের বৈধতা দান করল। খবর ডয়েচে ভেলের।

২০০৮ সালে থেকে চলমান অর্থনৈতিক মন্দা মোকাবেলায় সদস্য দেশগুলোকে ৭০ হাজার কোটি ইউরো আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বেইল আউট কার্যক্রম চালু করে ইউরোপিয়ান ইউনিয়নের অঙ্গ সংগঠন ইএসএম। কিন্তু জার্মানির ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রটিকসহ ইউরোপের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একে অবৈধ বলে আখ্যায়িত করা হয়। পরবর্তীতে ২০১২ সালের জুনে ৩৭ হাজার জার্মান নাগরিকের পক্ষ থেকে দেশটির সাংবিধানিক আদালতে এই কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়।

অবশেষে মামলার শুনানি শেষে আদালত অভিযোগ খারিজ করে দিয়ে বেইল আউট কার্যক্রমকে বৈধ ঘোষণা করে। এসময় জার্মান আদালত জানায়, বেইল আউট কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার জন্য বুন্দেস্টাগই যথেষ্ট উপযুক্ত।

তবে বেইল আউট কার্যক্রমে জার্মান সহায়তার পরিমাণ ১৯ হাজার কোটি বেশি হতে পারবে না বলে রুল জারি করেছে আদালত।

উল্লেখ্য, ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরো প্রচলিত অঞ্চলকে ইউরোজোন নামে অভিহিত করা হয়।