নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে অজ্ঞাত গুলিবিদ্ধ দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে চাটখিল উপজেলার দেলিয়া গ্রামে খাল ও পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।
জানা গেছে, ফজরের নামাজ পড়ে আসার সময় স্থানীয়রা দেলিয়ায় বাজারের পশ্চিম পাশে কচুয়া খালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। এর ঠিক তিনশ গজ দূরে একটি পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় আরও একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।
কেএফ