
সেবা ও আবাসন খাতের সামিট অ্যালায়েন্স র্পোট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই লভ্যাংশ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের জন্য ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৮৮ পয়সা।
এই সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা বা এজিএম আগামি ১১ মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ।
উল্লেখ্য কোম্পানিটি ২০১২ সালে শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ লভ্যাংশ প্রদান করেছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। একই বছরে শেষে শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৩৫ পয়সা।
এ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ৩২ দশমিক ৪৩।
অর্থসূচক/এমআরবি/জিইউ/