
সাউথইস্ট ব্যাংক ‘প্রবেশনারি অফিসার’ পদের জন্য খুঁজছে কিছু উদ্যোমী এবং পরিশ্রমী মুখ। এই ব্যাংকের ‘প্রবেশনারি অফিসার’ পদে আবেদন করতে পারবে এমবিএ/ বাণিজ্যে মাস্টার্স/ অর্থনীতি/ইংরেজি/ লোক প্রশাসন/আন্তর্জাতিক সম্পর্ক/ডেভলপমেন্ট স্টাডিজ/রাষ্ট্র বিজ্ঞান/আইন/ ইতিহাস/পরিসংখ্যান/গণিত/পদার্থ এবং ব্যাংক ম্যানেজমেন্ট বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থী।
আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ। আবেদন সরাসরি পাঠাতে হবে।
সার্কুলারটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করতে হবে-