মিরপুরে দুর্বৃত্তদের হাতে খুন বাড়ির তত্ত্বাবধায়ক

  • Emad Buppy
  • March 14, 2014
  • Comments Off on মিরপুরে দুর্বৃত্তদের হাতে খুন বাড়ির তত্ত্বাবধায়ক
mirpur-

mirpur-রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন এক বাড়ির তত্ত্বাবধায়ক। তার নাম সাইদুর রহমান (৩৫)।

শুক্রবার সকালে মিরপুর ২ নম্বর সেকশনের হাজি রোডের এ/১/১ নম্বর বাড়ির কাছেই তার লাশটি পাওয়া যায়। নিহত সাইদুরের বাড়ি জামালপুর সদরে।

জানা গেছে, সাইদুর রহমান গত কয়েক বছর ধরে ওই বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছিলেন। তিনি পরিবার নিয়ে ওই বাড়িতেই থাকতেন।

মিরপুরে থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সাইদুরের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, ভোরে বাসা থেকে বের হন সাইদুর। পরে বাড়ির কাছে রাস্তার ওপর তার মৃতদেহ পাওয়া যায়।

কারা, কীভাবে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেএফ