
ঝিনাইদহের শৈলকুপায় শুরু হয়েছে শ্রী শ্রী মহামন্ত্র হরিনাম মহাযজ্ঞ। ৩ দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান।
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আত্মশুদ্ধি ও বিশ্বশান্তি কামনায় শৈলকুপার রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এই লোকাচারের।
বৃহস্পতিবার রাতে শুরু হওয়া ২৪ প্রহরব্যাপী এই অনুষ্ঠানে যোগ দিতে দূরদুরান্ত থেকে এরই মধ্যে শত শত মানুষ শৈলকুপায় এসে পৌঁছেছে।
প্রথমদিনে ‘বিশ্ব শান্তিতে সনাতন ধর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল হাই।
শ্রীমত ভগবত গীতা পাঠ, নামযজ্ঞ, রাজভৌগ, বাল্য ভোগসহ আরতি কীর্ত্তণের মধ্য দিয়ে পালন করা হবে এই মহামন্ত্র হরিনাম মহাযজ্ঞ।
কেএফ