
ছায়ানটের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০১৪।
কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ২ দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান।
শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক শওকত আলী। এতে সভাপতিত্ব করেন কণ্ঠশীলনের সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, কবি বেলাল চৌধুরীসহ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন কণ্ঠশীলন এর আবৃত্তিশিল্পীরা। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পাবলিক লাইব্রেরি থেকে বের হয়ে টিএসসি ঘুরে আসে। দুপুর ২.৩০মিনিটে কণ্ঠশীলন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও কথনপর্বের পরে দলীয় সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের শিল্পীরা।
বিকেলে বাংলা নাটকের প্রখ্যাত অভিনেতা ও নির্দেশক আলী যাকের স্মারক বক্তৃতা পাঠ করবেন। এরপর সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সমবেত সঙ্গীতের পর ওয়াহিদুল হকের স্মৃতিচারণ ও শ্রদ্ধায় আবৃত্তি পরিবেশন করবেন- কাজী মদিনা, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও পীযুষ বন্দ্যোপাধ্যায়।
কেএফ