লক্ষ্মীবাজারে সড়ক দুর্ঘটনায় অভিভাবকের মৃত্যুতে বিক্ষোভ, অবরোধ

  • Emad Buppy
  • March 13, 2014
  • Comments Off on লক্ষ্মীবাজারে সড়ক দুর্ঘটনায় অভিভাবকের মৃত্যুতে বিক্ষোভ, অবরোধ
laxmibazar

luxmibazarরাজধানীর লক্ষ্মীবাজারে সড়ক দুর্ঘটনায় এক অভিভাবকের মৃত্যুতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কবি নজরুল কলেজের সামনের সড়কে বিক্ষোভ করে তারা। এ সময় অবৈধ দোকান উচ্ছেদ ও লেগুনা চলাচল বন্ধের দাবি জানানো হয়।

জানা গেছে, বুধবার সকালে সন্তানকে নিয়ে রিকশায় করে স্কুলে যাচ্ছিলেন তার বাবা। ছেলেটি সেন্ট গ্রেগরি মিশনারি স্কুলের ছাত্র। সে সময় লেগুনার সাথে রিকশার সংঘর্ষে গুরুতর আহত হয় ছেলেটির বাবা। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া পর মারা যান তিনি।

এরই প্রতিবাদে ফুটপাতের দোকানিদের চৌকিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

কেএফ