
বাংলাদেশসহ বিভিন্ন রাজ্য থেকে আগত অভিবাসীদের ভোটার তালিকায় অনুর্ভূক্ত করার ব্যাপারে অনুসন্ধান চালাতে দিল্লির নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে ভারতীয় আদালত। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এইসব অভিবাসীদের অবৈধভাবে ভোটার করা হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার আদালত এই আদেশ প্রদান করে। খবর আইএএনএসের।
সত্যবীর সিং নামের এক দিল্লিবাসী এই অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বাংলাদেশসহ বিভিন্ন রাজ্য থেকে আগত অভিবাসীদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিশেষ করে অভ্যন্তরীণ অভিবাসীরা একাধিক রাজ্যে ভোটার হিসেবে নিজেদের নাম অন্তর্ভূক্ত করছে।
তিনি আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সুবিধার্থে স্থানীয় রাজনীতিকরা নিয়ম বহির্ভূত ভাবে এসব অভিবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভূক্ত করছেন।
আইএএনএস জানায়, সত্যবীর গত বছর আদালতে এই অভিযোগে মামলাটি দায়ের করছিলেন। তবে শুনানি শেষে আদলত অভিযোগটি খারিজ করে দেয়।
পরবর্তীতে ওই মামলার রিভিউ পিটিশনের আবেদন জানান তিনি।
বুধবার রিভিউ পিটিশনের শুনানি শেষে আদালত তার অভিযোগ আমলে নিয়ে ৫ এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে ব্যাখা দেয়ার রুল জারি করে।
উল্লেখ্য, আগামি ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত নয় দফায় ভারতের ১৬তম লোকসভা আসরের নির্বাচন অনুষ্ঠিত হবে।