
যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক নেতাদের মধ্যে বাড়ছে কাদা ছোড়াছোড়ির খেলা। সেই কাদা লাগলো এবার কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুলের গায়ে। বুধবার তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। খবর মিড-ডের।
গত ০৬ মার্চ কংগ্রেসের এক সমাবেশে মহাত্মা গান্ধীর হত্যাকারী আরএসএস কর্মীরা বলে উল্লেখ করা হলে তার প্রতিবাদস্বরূপ রাহুলের বিরুদ্ধে এ মামলা করে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার মহারাষ্ট্রে জনসভায় রাহুল গান্ধী দাবী করেন, মহাত্মা গান্ধীর মৃত্যু ষড়যন্ত্রে আরএসএস-এর হাত রয়েছে। তার কথায়, আরএসএস-এর লোকেরা মহাত্মা গান্ধীকে হত্যা করেছে। এই কথার প্রতিবাদ স্বরূপ আরএসএস তার বিরুদ্ধে মানহানির মামলা করেছে। আরএসএস বলছে, রাহুল কোনো ভাবেই এমন কথা বলতে পারেন না।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের লক্ষীপুরের খেরি জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
এস রহমান/