
রেকর্ড ডেট থাকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির লেনদেন বন্ধ থাকবে ১৩ মার্চ, বৃহস্পতিবার।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি পাঁচটি হচ্ছে- প্রাইম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, সাউথইস্ট ব্যাংক এবং আল-আরাফা ইসলামী ব্যাংক।
এ ক্যাটাগরির আল-আরাফা ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৮ সালে। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ৭ দশমিক ৪।
এ ক্যাটাগরির ডাচ বাংলা ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০১ সালে। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ১০ দশমিক ২।
এ ক্যাটাগরির প্রাইম ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০০ সালে। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ১২ দশমিক ৪২।
এ ক্যাটাগরির সাউথইস্ট ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০০ সালে। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ৫ দশমিক ৮১।
বি ক্যাটাগরির ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৭ সালে। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ২০ দশমিক ৭।
এমআরবি/