
টানা ছয় দিন দর বৃদ্ধির পর মঙ্গলবার লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দরপতন হয়েছে।মুনাফা তুলে নেওয়ার চাপে বিক্রি বেড়ে গেলে এই দরপতন হয়।মঙ্গলবার শেয়ারটির দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৩ দশমিক ৩৯ শতাংশ।
গত ছয় কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে প্রায় ২৯ শতাংশ।এর মধ্যে ৩৮ টাকা থেকে বেড়ে ৪৯ টাকা পর্যন্ত উঠে।
গত ৩ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লাফার্জের শেয়ারের ক্লোজিং প্রাইস ছিল ৩৮ টাকা ৫০ পয়সা। গত ১০ মার্চ এটি ৪৯ টাকা পর্যন্ত উঠে যায়। তবে দিনশেষে ক্লোজিং মূল্য দাঁড়ায় ৪৭ টাকা ২০ পয়সা। সেখান থেকে কমে মঙ্গলবার ৪৫ টাকা ৮০ পয়সা হয়।
বাজার বিশ্লেষকদের মতে, এক সপ্তাহের ব্যবধানে শেয়ারের দাম ২৯ শতাংশ বেড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়। এতে বাজারে বিক্রির চাপ তথা চাহাদার তুলনায় যোগান বেড়ে যায়। ফলে কমে যায় শেয়ারের দাম।
উল্লেখ্, গত ৩ মার্চ সমাপ্ত কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের আর্থিক তথ্য প্রকাশ করে। আলোচিত বছরে কোম্পানিটি মুনাফা করেছে ২৫৪ কোটি ৬০ লাখ টাকা।যা আগের বছরের তুলনায় ৬৯ কোটি ২৬ লাখ টাকা বেশি। মূলত মুনাফার এই প্রবৃদ্ধির খবরেই কোম্পানির শেয়ার দর বাড়তে থাকে।যদিও এবারও কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
উল্লেখ্, কোম্পানিটি ২০০৩ সালে তালিকাভুক্তির পর থেকে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দিতে পারে নি।কারণ কোম্পানটি দীর্ঘদিন ধরে পুঁঞ্জীভূত লোকসান রয়েছে।
এ প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন,কোম্পানিটি কিছুটা লোকসান কাটিয়ে উঠেছে।এখন দীর্ঘ-মেয়াদে বিনিয়োগ করলে সামনে লভ্যাংশের সম্ভাবনা রয়েছে রয়েছে।তাই অনেকেই ঝুঁকছে এই শেয়ারের দিকে।
তবে অনেক বিনিয়োগকারী বলছেন,এই শেয়ারটি নিয়ে বাজারে কারসাজি হচ্ছে।কারণ ভালো মৌলের শেয়ারগুলো যখন লভ্যাংশ ঘোষণার পরেও দর হারাচ্ছে।তখন লাফার্জের দর বাড়াটা অযৌক্তিক।
এসএ/