
দিনাজপুরের হাকিমপুরে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রমের অগ্রগতি ও পর্যালচনা বিষয়ক এক বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ল্যাম্ব ও প্লান বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আজিজার রহমান।বিশেষ অতিথি ছিলেন ল্যাম্বের কোঅর্ডিনেটর এস এম শাহান আলী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থাটির টেকনিক্যাল অফিসার আবু তোহা।
কেএফ