
জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে যমুনা ব্যাংকের রাজশাহী শাখার সাবেক ব্যবস্থাপক মো. আবরার হোসেন খানের বিরুদ্ধে। আর অভিযোগটি আমলে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন দুদক সুত্র।
দুদক সুত্র জানায়, আবরার হোসেন খান যমুনা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক থাকা অবস্থায় গ্রাহকদের কাছ থেকে প্রতারণা ও ঋণ জালিয়াতির মাধ্যমে বিভিন্ন সময়ে ৩৬ লাখ ও ৪৪ লাখ ৫০ হাজারসহ মোট ৮০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে দুটি অভিযোগ আসে। অভিযোগ দু’টি প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রতারনা ও বিশ্বাসভঙ্গ কাজ বলে মনে হওয়ায় তা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আর দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ অনুসারে দুদকের সন্বিত জেলা কার্যালয় (সজেকা) রাজশাহী শাখার পরিচালককে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় সুত্রটি।
এইউ নয়ন