
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের দেশীয় গাড়ি বিক্রি বেড়েছে। বছরের শুরুর দিকে তাদের বিক্রি অনেক ভাল অবস্থানে আছে বলে জানিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ভারতীয় গাড়ি নির্মাতাদের একটি প্রতিষ্ঠান জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশীয় গাড়ি বিক্রি ১ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফেকচারার (এসআইএএম) নামে প্রতিষ্ঠানটির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই গাড়ি বিক্রি হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭ শত ১৮ টি। যা গত বছরের একই সময়ে ছিল ১ লাখ ৫৮ হাজার ৫ শত ১২ টি।
এছাড়া ওই মাসে মোটর সাইকেলের বিক্রি ৫ দশমিক ৩৯ ভাগ বেড়ে গেছে। আর দুই চাকার গাড়ি বিক্রি হয়েছে ৯ দশমিক ৬৯ ভাগ। এতে এর পরিমাণ দাড়িয়েছে ১২ লাখ ২০ হাজার ১২টি তে।
দেশটির গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এ অবস্থান ধরতে রাখতে পারলে তারা গাড়ি শিল্পে ভারতকে অনেক দূর এগিয়ে নিতে পারবে। এছাড়া কয়েকদিন আগে ভারতের গাড়িগুলো যে ঝুকি সামলাতে অক্ষম বলে প্রমাণিত হয়েছিল সেই অবস্থাও কাটিয়ে ওঠতে সক্ষম হবে।
এএস