তীব্র শীতের মাঝেও এই গেছো ব্যাঙটির সহ্যক্ষমতা অবাক করেছে বিজ্ঞানীদের। গবেষকদের মতে, স্বাভাবিকভাবে গেছো ব্যাঙ মাইনাস ছয় ডিগ্রী সেলসিয়াসেও নিজের শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে পারে।