`শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল’ এই শ্লোগানকে সামনে রেখে হিলিতে পালিত হচ্ছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ। দিবসটি উপলক্ষ্যে স্থানীয় শিক্ষা বিভাগের উদ্যোগে ৪ দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজিজার রহমান।
পরে উপজেলা অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান আজিজার রহমান, উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা শিক্ষা কর্মকতা বেলায়েত হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ হারুন এবং অতিথিরা বক্তব্য রাখেন।
কেএফ