নির্বাচনী প্রচারণা চালাতে বাধা, অভিযোগ বিএনপি প্রার্থীর

  • Emad Buppy
  • March 9, 2014
  • Comments Off on নির্বাচনী প্রচারণা চালাতে বাধা, অভিযোগ বিএনপি প্রার্থীর
Munshiganj_

Munshiganj_মুন্সিগঞ্জে সরকার দলীয় প্রার্থীদের হুমকি আতঙ্কে রয়েছেন গজারিয়ার বিএনপি সমর্থিত প্রার্থীরা। তারা অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণা চালাতে নানা বাধা ও হামলার শিকার হচ্ছেন।

বিএনপির চেয়ারম্যন প্রার্থী মুজিবুর রহমানে নির্বাচনী প্রচারণাকালে আবদুল হাই বলেন, সরকার যদি প্রশাসনকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার না করতো, ভোটকেন্দ্র দখল না করতো তাহলে সদর উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয় পেত।

গত নির্বাচনের বিষয়টি বিবেচনা করে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে সরকারের বিভিন্ন কূটকৌশল ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের যথাযথ জবাব দেওয়া হবে বলে জানান তিনি।

কেএফ