রানীতে মজেছেন রনৌত

Queen

Queenঅভিনয় দেখে দর্শক অভিভূত হওয়াটা খুব সাধারণ ঘটনা। কিন্তু চরিত্রের জাদুতে অভিনেতা কিংবা অভিনেত্রী মুগ্ধ হবেন এমন ঘটনা কদাচিৎই ঘটে। সম্প্রতি এমক এক দুর্লভ অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউড সম্রাজ্ঞী কঙ্গনা রনৌত। তিনি জানান, মুক্তি আসন্ন ‘কুইন’ ছবির রানী চরিত্রের প্রেমে পড়েছেন তিনি। খবর ইন্ডিয়া টুডের।

বিকাশ বাহল পরিচালিত কুইন আগামি শুক্রবার ভারতে মুক্তি পাবে। বিয়ের পূর্বেই বিধবা হয়ে যাওয়া এক ভারতীয় নারীর মনস্তাত্ত্বিক টানা-পোড়েন নিয়ে নির্মিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।

কঙ্গনার মতে, রনৌত এবং রানী, দুজন দুজনের সম্পূর্ণ বিপরীত। একজন সাহসী, স্বাধীনচেতা এবং আত্মবিশ্বাসী, অন্যজন সর্বদা ভীরু, তটস্থ এবং সন্দেহপ্রবণ।

তিনি জানান, প্রথমবার পর্দায় রানীকে দেখে তিনি অভিভূত হয়ে যান। এমনকি নিজেকেই চিনতে পারছিলেন না তিনি।

তিনি আরও জানান, রানীকে নিজের মাঝে ধারণ করতে গিয়ে প্রতিনিয়ত নতুন নতুন অনুভূতির অভিজ্ঞতা হয়েছে তার।

কুইন এবং কঙ্গনা উভয়ই অবশ্য ইতিমধ্যে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এখন শুধু দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষা।